প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম ভালো রেখেছেন আল্লাহ আপনাকে? মুহতারাম আমার ভাই সরকারি ব্যাংকে চাকরি করেন। তার অন্য কোন আয় নেই। এখন তার সাথে ভাগে একসাথে কুরবানী দেওয়া যাবে কিনা? তার সাথে এক সাথে কুরবানী দিলে আমাদের কুরবানী কবূল হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা? জাযাকুমুল্লাহ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, আল্লাহ তাআলার মেহেরবানীতে ভালো আছি। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে, কুরবানীর পূর্বে আপনার প্রশ্নের উত্তর দিতে পারিনি। আসলে কুরবানীর পূর্বে আমি বেছে বেছে কুরবানীর উত্তরগুলো দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হল আপনার প্রশ্নটি আমার নজরে পড়েনি।
না, তার সাথে কুরবানী দেয়া জায়েয হবে না। কোন শরীকের সামান্য টাকা হারাম হলে একজনেরও কুরবানী সহীহ হবে না।

Loading