প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমার পাছায় ফোড়া হয়েছে। অফিসে কাজ করা অবস্থায় হঠাৎ ফেটে রক্ত বের হয়। আমার পায়জামায় রক্ত অল্ল অল্প করে দুই টাকার নোটের সমান হয়। ডিউটি অবস্থায় থাকায় ঐ অবস্থায় নামায পড়তে হয়েছে। এখন ঐদিনের নামায কি হয়েছে? ২। রক্ত কতটুক পরিমান হলে নাপাক হয়? ৩। পুঁজ কতটুক পরিমান হলে নাপাক হয়? ৪। পুঁজের পরে যে পানির মতো বের হয় তা কি নাপাক? নাপাক হলে কতটুক পরিমান নাপাক হয়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। উক্ত নামায ক্বাযা করে নিবেন।
২+৩+৪। হ্যাঁ, পুঁজের পরে যে পানির মতো বের হয় তা নাপাক। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2534