প্রশ্ন : আসসালামু আলাইকুম। কম্পিউটারে টাইপ, ছবি ও ইন্টারনেট সহ যাবতীয় কাজ করি। আমাদের টাইপের কাজ কম বেশি করে নির্দিষ্ট কোন রেইট নেই। আমি কাস্টমারের কাছে ৩০ টাকা চাইলাম। সে বলল ১০ টাকা। অতঃপর আমরা উভয়ে কেউই বাড়াবাড়ি করলাম না। কাস্টমার ৩ জনের কাজে ৯০ টাকা দিয়ে চলে গেল। আমার জন্য কি ৯০ টাকা রাখা হালাল হয়েছে? জানালে খুশি হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, অসুবিধা নেই। সে যখন দিয়ে চলে গেল এটাই তার খুশি হওয়ার আলামত।