প্রশ্ন : আমাদের এখানে বদনাশাহ মাজারের কিছু লোক এসেছে। তারা এই বলে এখানে ফেতনা ছড়াচ্ছে যে আযানের শব্দ গুলো হলো নূরের আর মাইক হলো নারের। নূরকে নারের ভিতরে প্রবেশ করা জায়েয হবে না। করলে শিরক হবে। আরজ এই যে, বিষয়টি জনসাধারনের বোধগম হয় মূলক সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন।
উত্তর :এ ধরণের নির্বোধ লোকদের কথা কর্ণপাত করাই বোকামি। আচ্ছা শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, তাই তো? এখানে মাইকে আযান দেওয়ার মধ্যে শিরকের কি রয়েছে? তাছাড়া আযানকে যদি নূর ধরেই নিই তবে নূরকে নারের মধ্যে দেওয়ার নিষেধাজ্ঞাই বা কুরআন হাদীসে কোথায়? তাই এধরনের পাগলদের কথা শোনাই বোকামি। আর ফেতনা সৃষ্টি করলে তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়া উচিত।