প্রশ্ন : যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। এখানে সম্পদ পবিত্র হওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর :

প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
সম্পদশালীদের (অর্থাৎ সাহেবে নেসাবের) সম্পদে গরীবদের হক থাকে। যে যাকাত আদায় করে না, সে কেমন যেন নিজের সম্পদের সাথে গরীবদের সম্পদ পুরোটাই আত্মসাৎ করে। আর যে ব্যক্তি যাকাত আদায় করে, সে কেমন যেন তার অবশিষ্ট মালকে পবিত্র করে ফেলল।
বিষয়টি এভাবে বুঝতে সহজ হবে। যেমন ধরুন একজন একটা মুরগী কিনল। পুরো মুরগীটাই তার নিজের টাকায় খরীদ করেছে। কিন্তু পুরো মুরগীই কি তার জন্য হালাল? বরং মুরগীর ভিতরে যেসব নাপাকী রয়েছে যেমন রক্ত, নাড়িভুঁড়ি ইত্যাদি এগুলো না ফেলা পর্যন্ত মুরগী তার জন্য হালাল হবে না। অনুরূপভাবে নিজের হালাল কামাই এর মধ্যেও আল্লাহ তাআলা অন্যের হক রেখেছেন। এগুলো আদায় করলে অবশিষ্ট পুরো সম্পদ পবিত্র হয়ে যায়।–মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৩৯৪

Loading