প্রশ্ন : আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে সুদী কারবারী কৃষি ব্যাংকে জমানোর নিয়তে কারেন্ট একাউন্ট খোলার ব্যাপারে আপনার কাছ জানতে চেয়েছিলাম। আপনি বলেছেন করা যাবে। ১। আমার যে আত্মীয়ের সুবাদে ট্রেড লাইসেন্স ছাড়া একাউন্ট খুলতেছি তিনি বলেছেন, যে একাউন্ট খুলে দিবে তাকে কিছু টাকা খাওয়ার জন্য দিতে হবে। এটা কি ঠিক হবে? ২। আপনি যে বলেছেন, ইসলামী ব্যাংকে একাউন্ট আছে এমন ব্যাক্তির সাথে কথা বলে তার ট্রেড লাইসেন্স দিয়ে কারেন্ট একাউন্ট করা উচিত হবে না বরং এক প্রকার খেয়ানত এটা বুঝলাম না। তার নামে একাউন্ট করে যদি আমি ব্যবহার করি তাহলে আমি টাকা জমা দিব, উঠানোর সময় সে চেকে সাইন করে দিলে আমি উঠিয়ে নেব, তাহলে খেয়ানত কিভাবে হল? জানালে খুশি হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, ঠিক হবে না। তবে যদি এমন হয় যে, অন্য কোথাও কারেন্ট একাউন্ট খোলা অসম্ভব হয় এবং কারেন্ট একাউন্ট খোলার খুবই প্রয়োজন হয় আর ঐ ব্যক্তিও কিছু টাকা ব্যতীত খুলে দিতে না চায় তাহলে অবকাশ রয়েছে।–রদ্দুল মুহতার ৫/৩৬২; আলবাহরুর রায়েক ৬/৪৪১
২। যদি তা-ই হয় অর্থাৎ একাউন্ট তার নামেই থাকে তবে তো কোন অসুবিধা নেই। পূর্বের প্রশ্নে আমি বুঝেছিলাম একাউন্ট আপনার নামে হবে।