প্রশ্ন : আসসালামু আলাইকুম শায়খ আমি জানতে চাই কোন গার্মেন্টস ফেক্টরিতে মারচেন্ডাইজিং ডিপার্টমেন্টে কাজ করা কি জায়েয? দেখা যায় যে কোন ফেক্টরিতে নারী, পুরুষ, বাচ্চাদের জিন্স প্যান্ট, শার্ট সহ আরো অনেক রকমের পোশাক তৈরি হয়। মেয়েদের জিন্স প্যান্ট, শার্ট ইত্যাদি তৈরি হওয়ার কারণে এবং বাচ্চাদের অনেক পোশাকে কার্টুন এর ছবি থাকার কারণে কি উক্ত চাকরি টি হারাম হয়ে যাবে? এখানে পোশাকের ব্যপারে আমার একটা মতামত বলতে চাই। আমি যতটুকু জানি কোন নারি যদি বাসার মধ্যে অথবা মাহরামের সামনে কিংবা বোরকার ভেতর জিন্স প্যান্ট, শার্ট, ইত্যাদি পড়লে গুনাহ হবে না। এটা যদি সত্যি হয় তাহলে বলা যায় কোন পোশাক হারাম অথবা হালাল হবে এটা নির্ভর করে ক্রেতার ব্যবহারের উপর। এতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের তো কোন দোষ নাই। উত্তরটা শিগগিরি দিলে উপকৃত হবো। উত্তরটা জানা খুব জরুরী।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
হ্যাঁ, উক্ত ফ্যাক্টরিতে চাকরি করা এবং তার উপার্জন বৈধ হবে। তবে তা মাকরূহে তানযীহী বা অনুত্তম।
আর আপনার এই বক্তব্য “আমি যতটুকু জানি কোন নারি যদি বাসার মধ্যে অথবা মাহরামের সামনে কিংবা বোরকার ভেতর জিন্স প্যান্ট, শার্ট, ইত্যাদি পড়লে গুনাহ হবে না” সঠিক নয়। কেননা হাদীস শরীফে ঐ সকল মহিলাদের উপর লানত এসেছে যারা পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করত পুরুষদের পোশাক পরিধান করে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৮৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৯০৪