প্রশ্ন : অল্প আয়ের মানুষ, হজ্জ্বে যাওয়ার যাবতীয় খরচ একবারে যোগানো সম্ভব না, তাই হজ্জ্বে যাওয়ার উদ্দেশ্যে ব্যাংকে সঞ্ঝয়ী হিসাব খুলে প্রতি মাসে ১০০০ টাকা করে জমালে উক্ত টাকা দিয়ে হজে যাওয়া যাবে কি?
উত্তর :হ্যাঁ, হজে তো যাওয়া যাবে। তবে মুনাফার নামে যে সূদী টাকা একাউন্টে জমা হবে তা সদকাহ করা জরুরী। সেগুলো হজে খরচ করবে না। বরং হজে কেবল আপনার জমাকৃত বৈধ টাকা খরচ করবেন। উক্ত সূদী টাকা দিয়ে হজ করলে হজ কবূল হওয়ার সম্ভাবনা কতটুকু তা সহজেই অনুমেয়।
উল্লেখ্য যে, ব্যাংকে সঞ্ঝয়ী হিসাব খোলা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এটা খোলার অর্থ হল আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করা। তাই আপনি প্রয়োজন হলে কারেন্ট একাউন্ট বা চলতি হিসাব খুলে সেখানে টাকা জমা করুন।-সূরা বাকারাহ, আয়াত ২৭৫-২৭৯; সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৬২; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬
ব্যাংকে একাউন্ট খোলা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/article/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0/