প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমার কম্পিউটারের দোকান। দোকানে হিন্দু কাষ্টমার আসে তাদের পূজার লিষ্ট বা ফর্দ্দ তৈরী করতে। যেখানে তাদের ধর্মের দেবতাদের নাম লিখতে হয়। তাছাড়াও তাদের দেবতাদের ছবি বসাতে হয় (মাঝে মাঝে)। কাষ্টমারের ক্ষেত্রে এই কাজটি করা যাবে কিনা? আর আমার বাড়িওয়ালা হিন্দু সে করলে করা যাবে কিনা? জানালে উপকৃত হব। ২। বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের লোক আসে ওদের ফরম বানানোর জন্য। সমবায় বা এনজিওর কাজ করা যাবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, তাদের পূজার লিষ্ট বা ফর্দ্দ তৈরী করা এবং তাদের ধর্মের দেবতাদের নাম লিখা যাবে না। এটা মাকরূহ। আর তাদের দেবতাদের ছবি বসানো সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
২। যদি সেখানে কোন সূদী চুক্তি বা কারবারের কথা থাকে অথবা অন্য কোন নাজায়েয বিষয় থাকে তবে তা জায়েয হবে না।–সূরা মায়েদাহ, আয়াত ২; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭

Loading