প্রশ্ন : ১.কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে ভবীষ্যতে হালাল রুজীর সম্ভাব্যতা কতটুকু? ২.আউটসোর্সিং এর ক্ষেত্রে মানুষের ছবি, জীব জন্তুর ছবি ইডিট করে দিয়ে উপার্জিত টাকা হালাল হবে কি? ৩.যদি বেশির ভাগ ক্ষেত্রেই বিদেশীদের সাথে কাজ করতে হয়, তারা তো বেশিরভাগ অমুসলিম। তাদের কোম্পানির কাজে সহায়তা করাটা কি ঠিক হবে?

উত্তর :

১। বেশ ভালোই।

২। না, হালাল হবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৫০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৫৯

৩। হ্যাঁ, জায়েয।

Loading