কুরবানীর গোশত বণ্টন

মাসআলাঃ মুস্তাহাব বা উত্তম হল কুরবানীর গোশত তিন ভাগ করে এক ভাগ নিজে রাখবে,এক ভাগ গরীব মিসকীনকে দিবে এবং এক ভাগ আত্মীয়- সজন ও প্রতিবেশীকে দিবে। তবে এটা ওয়াজিব নয়। বরং মুস্তাহাব। অবশ্য কেউ যদি পুরো গোশত নিজে রাখে বা পুরোটা বিলিয়ে দেয় তবে এত কোন অসুবিধা নেই।- ফাতাওয়া হিন্দীয়া -৫/৩০০

মাসআলাঃ কুরবানীর গোশত ফ্রিজে সংরক্ষন করে খাওয়ার জায়েয। এমনকি সাবা বছর ফ্রিজে রেখে খাওয়াতে কোন অসুবিধা নেই। -বাদায়েউস সানায়ে ৪/২২৪
মাসআলাঃ কুরবানীর গোশত অমুসলিমদেরকে দেওয়া জায়েয,বরং ক্ষেত্রবিশেষে দেওয়া উত্তম। -ফাতাওয়া হিন্দীয়া ৫/৩০০

Loading