কুরবানীর পশুর কোন অংশ কসাইকে বা জবাই কারীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া

মাসআলাঃ কসাই,জবাইকারী ও গোশত কাটার কাজে সাহায্যকারীকে চামড়া,গোশত,পায়া বা কুরবানীর পশুর অন্য কোন অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নেই। কেউ দিয়ে দিলে তার মূল্য ছদকাহ করে দিবে। তবে পূর্ন পারিশ্রমিক দেওয়ার পর পূর্বচুক্তি ব্যতীত গোশত বা পশুর অন্য কোন অংশ দেওয়াতে অসুবিধা নেই।

 

Loading