প্রশ্ন : আসসালামু আলাইকুম। চামড়ায় ও নখে সুপার গ্লু লেগেছে। কিছুতেই উঠছে না। আমার উযূ গোসল কি সহীহ হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত সুপার গ্লু উঠানো ওয়াজিব। তবে শর্ত হল উঠাতে গিয়ে যেন কোন ক্ষতি না হয়। যদি ক্ষতি হয় তবে উপর দিয়ে পানি প্রবাহিত করে দিবে। চাকু বা ব্লেড ইত্যাদি দিয়ে উঠানো জরুরী নয়। স্বাভাবিকভাবে তেল ও পানি দ্বারা যতটুকু উঠানো যায় ততটুকু উঠানো ওয়াজিব।–নূরুল ঈজাহ, পৃষ্ঠা ৩৭; ইমদাদুল আহকাম ৩৪৫
1347207 total views , 1 views today