প্রশ্ন : উপরে দ্বিতীয় তলায় মসজিদ নিচে থাকার রুম আছে। সেই রুমে wife কে নিয়ে থাকা যাবে কি না? দয়া করে উত্তর দিবেন।
উত্তর :যদি নীচতলা মসজিদের জন্য ওয়াকফকৃত না হয় বরং দ্বিতীয় তলা থেকে মসজিদ নির্মাণ করা হয় তবে কোন অসুবিধা নেই। আর নীচতলা মসজিদের জন্য ওয়াকফ হলেও কামরাটি যদি মসজিদের সিমানার বাইরে হয় তবুও অসুবিধা নেই। তবে যদি মসজিদ তৈরি করার পরে মসজিদের সিমানার মধ্যেই কামরাটি তোলা হয় তবে সেখানে স্বামী স্ত্রীর বসবাস জায়েয হবে না।–রদ্দুল মুহতার ৪/৩৫৮; আল বাহরুর রায়েক ৫/৪২১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আদ্দুররুল মুখতার ১/৬৫৬