প্রশ্ন : আপন ভাইয়ের বিবি, দেবর, ভাশুরের সাথে কি পর্দা করতে হবে? এবং দেবর ভাশুরের সাথে কি কথা বলতে পরেবে?
উত্তর :হ্যাঁ, এদের সাথে পর্দা করা জরুরী। একান্ত প্রয়োজনে পর্দার আড়ালে এদের সাথে কথা বলা যাবে।–সূরা নিসা, আয়াত ২৩; সহীহুল বুখারী, হাদীস নং ৫২৩২
হ্যাঁ, এদের সাথে পর্দা করা জরুরী। একান্ত প্রয়োজনে পর্দার আড়ালে এদের সাথে কথা বলা যাবে।–সূরা নিসা, আয়াত ২৩; সহীহুল বুখারী, হাদীস নং ৫২৩২
কপিরাইট © ২০২৪, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।