প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার মূল কর্মস্থল ঢাকা। কিন্তু একটি বিশেষ কাজে অনির্দিষ্টকালের জন্য আমাকে কক্সবাজার পাঠানো হলো এই বলে যে তিনমাস পর ঢাকায় চলে আসব। এর পর আমি ১৫ দিনের কম থাকার নিয়তে ব্যাগসহ কক্সবাজার আসি। ১৪ দিনের মধ্যে ঢাকায় পরিবারের কাছে ফেরত আসি। ৪/৫ দিন ঢাকায় থাকার পর আবার কক্সবাজার আসি।এভাবে ১৫ দিনের কম সময় থাকার নিয়তে কক্সবাজার আসি ও ঢাকায় যাই। আমার এখনকার অস্থায়ী কর্মস্থল কক্সবাজার। বাসা ঢাকা। আমাকে কি কসর নামায পড়তে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
কক্সবাজারে টানা ১৫ দিন থাকার নিয়ত না করা পর্যন্ত আপনি কক্সবাজারে মুসাফির থাকবেন এবং সেখানে কসর করতে থাকবেন। আর ঢাকায় পুরা নামায পড়বেন।- বাদায়েউস সানায়ে ১/১০৪; আল বাহরুর রায়েক ৪/৩৪১

Loading