প্রশ্ন : জানাযার নামাযে যদি কোনো মুক্তাদীর এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তবে করণীয় কি?

উত্তর :

কেউ যদি জানাযার নামাযে ইমামের সাথে এক বা একাধিক তাকবীর না পায় তবে ইমাম সালাম ফিরানোর সময় কেবল উক্ত ছুটে যাওয়া তাকবীরগুলো বলে সালাম ফিরাবে। কোন দুআ পড়বে না।–রদ্দুল মুহতার ২/২১৭

Loading