প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি আমার ছেলের আকীকা এখনো করি নাই। তাই এখন আকীকা করতে আগ্রহী। যেহেতু এটা আমার উপর ছেলের হক। প্রশ্ন ১: আমার ছেলে সোমবার হওয়াতে আকীকা রবিবার করতে চাচ্ছি এটা সহীহ আছে কি? প্রশ্ন ২: আমি চাচ্ছি আকীকা করে দুইটি অথবা একটি খাসি জবাই করে এর কাঁচা গোশ্ত বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দিতে এবং সামান্য কিছু তার নানির বাড়ি ও সামান্য কিছু আমাদের বাড়িতে পাক করে আশে পাশের বাড়িতে কিছু কিছু তরকারি দিয়ে দিতে এবং অবশিষ্ট তরকারীর অল্প কিছু নিজেরা খেতে। এই পন্থা ঠিক আছে কি? কারণ আমি চাচ্ছি যেহেতু আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো এবং হাফেজ আলেম বানাতে চাই তাই অনেক মাদ্রাসায় তার আকীকার গোস্ত পৌছাক যাতে করে অনেক বরকত হাসিল হয়। অনেক ওস্তাদ তার আকীকার গোস্ত খাওয়ার দ্বারা খুশি হয়, যা তার জন্য দোয়ার কাজ করবে। যেটা তার মাকবূলিয়াতের ওসীলা হবে। কারণ আশে পাশের মানুষ ও আত্মীয় স্বজনরা তো তেমন দ্বীনদার নয়। তাই আমি চাই আমার সন্তানের আকীকার গোস্ত আল্লাহ তাআলার দ্বীনদার বান্দারা ভোগ করার মাধ্যমে খুশি হোক। যা আমার সন্তানের জন্য অধিক বরকতে কারণ হবে। এখন আপনার পরামর্শ একান্ত কাম্য।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, এটাই মুস্তাহাব।- মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭৫৯৫
২। হ্যাঁ, এমনটি করতে পারেন। তবে কিছু গোস্ত আত্মীয় স্বজনকে দিলে ভালো হবে।