প্রশ্ন : আসসালামু আলাইকুম, বিতির নামাযের দুআয়ে কুনূত পড়ার আগে তাকবীর দিয়ে যে হাত উঠাতে হয় তাহার নিয়ম কিরুপ -১। হাত বাধা ছেড়ে হাত স্বাভাবিকভাবে (রান পর্যন্ত নামিয়ে) রেখে আল্লাহু আকবার বলে কান বরাবর উঠাবো নাকি ২। হাত বাধা অবস্থায় (হাত রান পর্যন্ত না নামিয়ে) সরসরি আল্লাহু আকবার বলে কান বরাবর উঠাবো।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে। অর্থাৎ হাত নিচে না ছেড়ে তাকবীর বলে হাত উঠাবে।–বাদায়েউস সানায়ে ২/৩৩৫