প্রশ্ন : এক লোক জীবনের কোন এক সময় সুদী ব্যবসার সাথে জড়িত ছিল। এ হারাম ব্যবসা দ্বারা অর্জিত যে সম্পদ সে রোজগার করেছে তা দ্বারা সে তার বর্তমান যা জমির পরিমান, তার দুই তৃতীয়াংশ ক্রয় করেছে, বাড়ি-ঘর করেছে। এখন সে তার কৃত হারাম কাজ সম্পর্কে ভীত। সে তাওবা করে ফিরে এসেছে। এখন প্রশ্ন হল তার হারাম উপার্জিত সম্পদ সে এখন কি করবে?
উত্তর :প্রশ্ন থেকে মনে হয় উক্ত ব্যক্তি হালাল মালের সাথে হারাম মাল মিশিয়ে জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করেছে। এক্ষেত্রে সে যে পরিমাণ হারাম সম্পদ (সূদী টাকা) উপার্জন করেছিল তা তার মূল মালিককে ফিরিয়ে দিবে। তাকে পাওয়া না গেলে তার ওয়ারিশদেরকে ফিরিয়ে দিবে। আর তাদের কাউকে পাওয়া না গেলে মূল মালিককে ছাওয়াব পৌঁছানোর নিয়তে সদকাহ করে দিবে এবং আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবে।–রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০,১২১