প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) ওয়াজ মাহফিলের দেয়া তোবারক খাওয়া যাবে ? ২) কাঙ্গালী ভোজের দেয়া তোবারক খাওয়া যাবে ? ৩) ওরশ শরীফের দেয়া তোবারক খাওয়া যাবে ? ৪) মিলাদহীন মৃত মায়ের জন্য দোয়া চেয়ে তোবারক বিতরন করা তোবারক খাওয়া যাবে ? ৫) রাজনৈতিক স্বার্থের জন্য দেয়া তোবারক খাওয়া যাবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হালাল হলে খেতে অসুবিধা কোথায়?
২। কাঙ্গালী ভোজের ধরন ও বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানালে এর উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।
৩। না।–রদ্দুল মুহতার ৫/২১১; ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা ১২৮
৪। মৃত ব্যক্তির ঈছালে ছাওয়াবের জন্য বিনিময় নেওয়া ও দেওয়া নাজায়েয। এর দ্বারা মৃত ব্যক্তির কোন ফায়েদাহ হয় না। তাই সহীহ পদ্ধতি হল হয়তোবা শুধু দুআ করানো হবে অথবা শুধুমাত্র ফকীর মিসকিনকে খাওয়ানো হবে। আর মৃত ব্যক্তিকে ছাওয়াব পৌঁছানোর নিয়তে খাওয়ালেই সে তার ছাওয়াব পেয়ে যায়। এর জন্য দুআ চাওয়ার প্রয়োজন নেই।–রদ্দুল মুহতার ৬/৫৫-৫৮; ইমদাদুল ফাতাওয়া ১/৪৮৪
৫। হালাল হলে, হক প্রকাশে বিঘ্ন সৃষ্টি না করলে এবং ঘুষের আওতায় না পড়লে খাওয়া যেতে পারে।

Loading