প্রশ্ন : আসসালামু আলাইকুম পবিত্র কুরআন শরীফে যে সিদ্দীকীন বলা হয়েছে তাদের মধ্যে থাকতে হলে কি কি করতে হবে ? (সিদ্দীকীনদের গুনাবলী কি কি)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যারা-
১। আল্লাহ্‌ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দেয়
২। তার প্রেরিত নবী-রাসূলের স্বীকারোক্তি দেয়
৩। সমস্ত নবী-রাসূলকে সত্যায়ন করে এবং
৪। তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে তার প্রতি ঈমান আনয়ন করে
তারাই সিদ্দীকীনদের অন্তর্ভুক্ত।–তাফসীরে ইবনে জারীর তবারী, সূরা হাদীস, আয়াত ১৯; তাফসীরে ইবনে কাছীর, সূরা হাদীস, আয়াত ১৯

Loading