প্রশ্ন : ১। হজ্বের ইহরাম বাধা অবস্থায় সুগন্ধি ব্যবহার করার হুকুম কি? বিস্তারিত জানালে খুশি হবো।
উত্তর :মুহরিম (ইহরামকারী) যদি বড় কোন পূর্ণ অঙ্গে (যেমনঃ মাথা, মুখমণ্ডল, দাড়ি, উরু, হাত, হাতের তালু ইত্যাদি) বা এক অঙ্গের চেয়ে বেশী অংশে সুগন্ধি লাগায় তবে দম ওয়াজিব হবে। যদিও লাগানোর সাথে সাথে তা দূরীভূত করে ফেলে বা ধুয়ে ফেলে। আর যদি পূর্ণ অঙ্গের উপর না লাগিয়ে অল্প বা অধিকাংশের উপরে লাগায় অথবা কোন ছোট অঙ্গের (যেমনঃ নাক, কান আঙ্গুল, কব্জি ইত্যাদি) উপর লাগায় তবে সদকাহ ওয়াজিব হবে। তবে যদি ছোট কোন অঙ্গে বা বড় কোন অঙ্গের কিছু অংশে অনেক বেশী পরিমানে সুগন্ধি লাগায় তবে দম ওয়াজিব হবে।–মুআল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা ২১০