প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আযান দেওয়া কি ওয়াজিব না সুন্নাত ? ২। ইকামাত দেয়া কি ওয়াজিব না সুন্নত ? ৩। কালকে এক লোক ইকামাত দেয়ার সময় ভুলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছিল সে অবস্থায় নামায আদায় করা হয়, আমাদের নামায কি হয়েছিল ? পরবর্তীতে এরকম হলে কি আবার প্রথম থেকে ইকামাত দিতে হবে ? আর আযানের সময় ভুল হলে কি করতে হবে ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। উভয়টি সুন্নাত।– রদ্দুল মুহতার ২/৪৮(যাকারিয়া)
৩। হ্যাঁ, নামায হয়ে গিয়েছে। পরবর্তীতে এমন হলে যেখান থেকে ছুটে গিয়েছে সেখান থেকে শুরু করবেন। যেমন কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পূর্বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ফেললে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে।এভাবে পর্যায়ক্রমে ইকামাত শেষ করবে। আযানের হুকুমও অনুরূপ।– ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬; রদ্দুল মুহতার ১/৩৮৯