প্রশ্ন : ফজর ও মাগরিব নামাযের সুন্নাত কি কছর পড়তে হয়? কছর কোন কোন অবস্থায় কার্যকর থাকে না?

উত্তর :

মুসাফির ব্যস্ততা বা তাড়াহুড়ার সময় ফজরের সুন্নাত ব্যতীত অন্য সুন্নাত ছাড়তে পারবে। যেমন-সুন্নাত পড়লে ছফরের সাথীদের পিছে পড়ে যাবে বা গাড়ি না পাওয়ার আশংকা রয়েছে বা অন্য কোন ক্ষতি হতে পরে। এমতাবস্থায় সুন্নাতকে ছেড়ে দিবে। বড় ওযরের ক্ষেত্রে ফজরের সুন্নাতও ছেড়ে দিতে পারে। তবে কোন ব্যস্ততা না থাকলে সুন্নাত পড়ে নিবে। যেমন-কোথাও সফর করে ৮/১০দিনের জন্য বেড়াতে গেল অথবা গাড়ি ছাড়তে অনেক দেরি হবে অথবা সুন্নাত পড়লে সাথীদের থেকে বিচ্ছিন্ন হবে না। এমতাবস্থায় সুন্নাত পড়ে নিবে।রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে সুন্নাত পড়তেন। -জামে তিরমিজী, হাদীস নং-৫৫১; আদ্দুররুল মুখতার ২/১৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯।

আর আপনার প্রশ্নের দ্বারা যদি উদ্দেশ্য হয় দুই রাকাআত সুন্নাতকে কসর হিসেবে এক রাকাআত পড়তে চান তাহলে উত্তর হল সুন্নাতের কসর হয় না। শুধু যোহর, আছর ও ইশার ফরজ নামায চার রাকাআতের পরিবর্তে দুই রাকাআত পড়তে হয়।

আপনি মুসাফির গণ্য না হলে কসর কার্যকর হবে না। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্ক ভিজিট করতে পারেন।

http://muftihusain.com/article/%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80/

Loading