প্রশ্ন : তারাবীহ নামায কত রাকাআত? ৮,১২ নাকি ২০ রাকাআত দয়া করে জানাবেন। তারাবীহ নামায এর রাকাত সংখ্যা নিয়ে কোন হাদীস থাকলে সে হাদীস সহ আলোচনা করার জন্য অনুরোধ রইল।
উত্তর :তারাবীহ এর নামায বিশ রাকাআত। নিম্নে এ সংক্রান্ত হাদীস ও আছার উল্লেখ করা হল-
(১) عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে বিশ রাকাআত তারাবীহ ও বিতর পড়তেন।–মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ৭৭৭৪; তাবারনী, আল মুজামুল কাবীর, হাদীস নং ১২১০২; আল মুজামুল আওসাত, হাদীস নং ৫৪৪০।
(২) عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً
অর্থঃ হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর আমলে সাহাবায়ে কেরাম রমযান মাসে বিশ রাকাআত পড়তেন।–বাইহাকী, আস সুনানুল কুবরা, হাদীস নং ৪৮০১; মুসনাদে আলী ইবনে জাদ, হাদীস নং ২৮২৫।
এ বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত লিখার ইচ্ছা রয়েছে ইংশাআল্লাহ। উপরে এ সংক্রান্ত একটি হাদীস ও একটি আছার উল্লেখ করলাম মাত্র। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে নিম্নোক্ত লিঙ্কের কিতাবটি খুবই উপকারী ও যথেষ্ট-
https://ia601306.us.archive.org/11/items/ahnaf2k9kuet_gmail/%E0%A6%B8%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B9%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%86%E0%A6%A4%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%20%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%96%20%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AC.pdf