প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্, হযরত মুফতি সাহেব দাঃবাঃ প্রশ্নঃ বাল্যবিবাহ কি জায়েয? কোরআন হাদীসের আলোকে উপরোক্ত প্রশ্নটির জবাব দিলে কৃতজ্ঞ হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
বাল্যবিবাহ শরীআত উৎসাহিত না করলেও তা জায়েয।বরং ক্ষেত্রবিশেষে তা জরুরী হয়ে পড়ে। যেমন ধরুন একজন শয্যাশায়ী বিধবা মহিলার একটি ছোট মেয়ে রয়েছে। তার আর এমন কোন আত্মীয় নেই যে তার মৃত্যুর পরে তার মেয়েকে দেখবে।এমতাবস্থায় যদি উক্ত মহিলা তার মেয়ের জন্য কোন ভাল সম্পর্ক পেয়ে যায় তবে তা গ্রহণ করা জরুরী হয়ে পড়ে। অন্যথায় সে মেয়েটিকে কার নিকট রেখে যাবে।এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখানে বাল্যবিবাহ ছাড়া আর কোন রাস্তা থাকে না। তবে শরীআত একে ঢালাওভাবে উৎসাহিত করে না।
বাল্যবিবাহ জায়েয হবার সবচেয়ে বড় দলীল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আয়েশা (রাঃ) কে ছয় বছর বয়সে বিবাহ করা।- সহীহুল বুখারি, হাদীস নং ৩৮৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪৫; হামারে আয়িলী মাসায়েল, মুফতী তাকী উসমানী।