প্রশ্ন : টার্কির গোস্ত খাওয়া হালাল নাকি হারাম?

উত্তর :

তানকীহ (প্রশ্ন স্পষ্টকরন)-টার্কি কি?এটা কি কোন পাখি?এটা কি কি খায়?কিভাবে খায়?দয়া করে জানালে উত্তর দেওয়া সহজ হবে।

তানকীহের উত্তরঃ টার্কি নামে একটি পাখি পালছে খামারিরা।  এটাকে গৃহপালিত প্রাণী হিসেবেও ধরা হয়।  মুরগী-হাসের মত গৃহে তা পালন করছে অনেকে ।  কোলেষ্টেরল কম হওয়াতে এটা দিন দিনে জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে।  টার্কি খাওয়া জায়েয, না কি না জায়েয? জানিয়ে উপকৃত করবেন

উত্তরঃ প্রাণীটি আমি চিনেছি।এগুলো মূলত উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বনাঞ্চলের একপ্রকার পাখীবিশেষ প্রাণী। দেখতে অনেকটা বৃহদাকৃতি মুরগীর মত।এগুলো খাওয়া জায়েয।–সহীহ মুসলিম, হাদীস নং ৫১০৩; সুনানে নাসাঈ, হাদীস নং ৪৩৫৯; আল বাহরুর রায়েক ৮/১১৪; বাদায়িউস সানায়ে ৫/১০৯।

Loading