প্রশ্ন : যদি কোন ব্যক্তি নামাজ আদায় করে, আর তার ডান, বাম, ও সামনে পিছনে কোন টিভি বা সিসি ক্যামেরার মনিটর চলতে থাকে, তাহলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?? একটু বিস্তারিত জানালে খুশী হবো, জাযাকাল্লাহু খায়রান।

উত্তর :

যদি কোন মুসল্লীর ডানে,বামে,সামনে বা পিছনে কোন টিভি বা সিসি ক্যামেরার মনিটর চলতে থাকে তবে তার নামায মাকরূহ হবে। আর সিসি ক্যামেরার মনিটরের চেয়ে টিভির কারাহাতটা (মাকরূহটা) একটু বেশি হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৩২২৫; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৩৬; আদ্দুররুল মুখতার ১/৬৪৮; আল-বাহরুর রায়েক ২/৪৯; জাদীদ ফিকহী মাসায়ীল ১/৯৩; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ আই ডি নং 128-159/N=3/1438(অনলাইন)।

Loading