প্রশ্ন : আসসালামু আলাইকুম,হযরত আমার প্রশ্ন হলো (১) আমরা যে মোবাইলে হ্যালো বলি এটা বলা কি হারাম?কতক জন বলছে সৌদি আলেমদের মত নাকি হ্যালো হ্যাল তথা জাহান্নাম থেকে এসেছে ?এখন সালাম দিয়ে কথা শুরু করলেও তো অনেকে হ্যালো বলে,চিরাচরিত অভ্যাস এর মত;এতে কি গুনাহ হবে? ২য় প্রশ্ন হলো,আল্লাহ হাফিজ এটা কি বিদায় এর সময় বলা যায়?এটার অর্থ কি দাড়ায়? ৩য় প্রশ্ন হলো,ফোনে বা এসএমএস এ ওকে বলা কি ঠিক না? কোন কথায় ওকে এর স্থলে ইংশাআল্লাহ না বললে কি নাজায়েয কিছু হবে?

উত্তর :

ওয়া আলাই কুমুসসালাম

(১) হ্যালো বলা হারাম নয় এবং তা বলাতে গোনাহ হয় না। আর সৌদি আলেমদের উদ্ধৃতি দিয়ে যা বলা হয়েছে তা ভিত্তিহীন। তবে কথার শুরুতে সালাম দেওয়া সুন্নাত। কাজেই কথার মাঝে হ্যালো বলাতে দোষ নেই।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৯।

(২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে বিদায় এর সময় এমনটি বলার কোন প্রমান পাওয়া যায় না। বরং বিদায় এর সময় সালাম দেওয়া সুন্নাত। হাদীস শরীফে কাউকে বিদায় দেওয়ার সময় নিম্নোক্ত দুআটিও এসেছে –

أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ

আর আল্লাহ হাফিজ এর অর্থ হল আল্লাহ তাআলা হিফাজতকারী।-সুনানে নাসাঈ আল-কুবরা, হাদীস নং ১০৩৫৪; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬০২।

(৩) ওকে বলাতে কোন দোষ নেই তবে সাথে ইংশাআল্লাহ বলা মুস্তাহাব।–সূরা কাহাফ, আয়াত ২৩,২৪।

Loading