প্রশ্ন : সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ্জ করে না, তাদের কি ধরনের মৃত্যু হবে।কোরআন হাদিসে এ বিষয়ে কোন কিছু উল্লেখ আছে।-আব্দুল্লাহ আল মাসুদ,যশোর।

উত্তর :

সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করা অনেক বড় গুনাহে কবীরাহ। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ করে না তার ব্যাপারে হাদীসে কঠোর ধমকি এসেছে। এক হাদীসে বর্ণিত আছে-
عن أنس بن مالك قال قالوا يا رسول الله الحج في كل عام ؟ قال ولو قلت نعم لوجبت ولوجبت لم تقوموا بها و لو لم تقوموا بها عذبتم

অর্থঃ হযরত আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন একদা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হজ্জ কী প্রতি বছরের জন্য (ফরজ)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি যদি বলি হ্যাঁ, (তবে তা প্রতি বছরের জন্য) ওয়াজিব হয়ে যাবে। আর যদি (প্রতি বছরের জন্য) ওয়াজিব হয়ে যায় তবে তোমরা তা আদায় করতে পারবে না। আর যদি তোমরা তা আদায় করতে না পার তবে তোমাদেরকে আযাব দেওয়া হবে। -সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৮৮৫
অন্য এক হাদীসে এসেছে-
عن علي قال قال رسول الله صلى الله عليه و سلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا قال أبو عيسى هذا حديث غريب لا نعرفه إلا من هذا الوجه وفي إسناده مقال و هلال بن عبد الله مجهول و الحارث يضعف في الحديث
অর্থঃ হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন খোরপোষ ও ছাওয়ারির মালিক হয় যা তাকে আল্লাহ্‌র ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেয় অথচ সে হজ্জ করে না, তবে সে ইয়াহূদী হয়ে মৃত্যুবরন করুক অথবা নাছারা হয়ে আমি কোন পরওয়া করি না। -সুনানে তিরমিজী, হাদীস নং ৮১২।

Loading