প্রশ্ন : এক ব্যক্তি নিজ নবজাতক শিশুকে ভরন-পোষনের ক্ষমতা থাকা সত্তেও লিখিতভাবে তাকে অন্যত্র দত্তক দিয়েছে। তার এ কাজটির ব্যাপারে শরীয়তের হুকুম কি? এমন লোক মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারবে কি না?-রিয়াজুল ইসলাম,বরিশাল।

উত্তর :

সন্তান দত্তক দেওয়া মুলত জায়েয। যেমন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায়েদ বিন হারিছা (রাঃ) কে দত্তক নিয়েছিলেন। তবে সন্তান দত্তক দেওয়ার দ্বারাই সন্তানের বংশ ঐ ব্যক্তি থেকে প্রমানিত হয় না। বরং তার জন্মদাতা পিতা থেকেই তার বংশ সাব্যস্ত হয়। আর পালকপুত্র আপন পুত্রের ন্যায় উত্তরাধিকার পায় না। পালক পুত্রের জন্য দত্তক গ্রহীতার পরিবারের গাইরে মাহরামদের সাথে পর্দা করা জরূরী এবং তাদের সাথে বিবাহ জায়েয। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন পালকপুত্র যায়েদ বিন হারিছা (রাঃ) এর স্ত্রী যাইনাব বিনতে জাহাশ (রাঃ) কে বিবাহ করেছিলেন। -সূরা আহযাব, আয়াত ৪,৫,৩৭; সহীহুল বুখারী, হাদীস নং ৪০০০

Loading