প্রশ্ন : আসসালামু আলাইকুম, মযীর ক্ষেত্রে পানি ব্যতীত কুলুখের হুকুম কি ?

উত্তর :

ওয়া আলাইকুমুসসালাম। মযী যদি মাখরাজ (যে ছিদ্র দিয়ে পেশাব বের হয় তা) অতিক্রম করে তবে পানি দ্বারা ধৌত করা জরুরী। অন্যথায় শুধু ঢিলা- কুলুখই যথেষ্ট।–সহীহ বুখারী, হাদীস নং ১৫২; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ১৬৩৪; এলাউস সুনান ১/৪১৮-৪২২; হিদায়া ১/৩৮।

Loading