প্রশ্ন : বিভিন্ন ব্যাংক এ ঘুরার পর ও কোন ব্যাংক এ কারেন্ট একাউন্ট খুলতে পারলাম না। সব ব্যাংক(ইসলামী ব্যাংক সহ) গুলো বলে যে কারেন্ট একাউন্ট শুধু মাত্র যাদের ব্যাবসা আছে তারা কোম্পানীর নামে খুলতে পারবে কোন ব্যাক্তি বিশেষের নামে কারেন্ট একাউন্ট হয় না। এমতাবস্থায় ইসলামী ব্যাংক এ মুদারাবা সেভিংস একাউন্ট নিতান্ত বাধ্য হয়ে খুলতে হয়েছে। এ ব্যাপারে করণীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়ের অসুস্থতাসহ বেশ কিছু জটিল প্রতিবন্ধকতার কারনে উত্তর দিতে বিলম্ব হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত।
বিষয়টি বোধগম্য নয়। কারন আমি নিজেই ট্রেড লাইসেন্স ছাড়াই একাধিক ব্যাংক ব্যক্তিগত নামে এ কারেন্ট একাউন্ট খুলেছি।তবে অনেক ক্ষেত্রে তারা সহজে ব্যক্তিগত নামে কারেন্ট একাউন্ট করতে দিতে চায় না এটা সত্য। আপনি আরো চেষ্টা করুন। আশা করি আপনি সফলকাম হবেন ইংশাআল্লাহ।অন্তত সূদের মতো একটি ভয়াবহ (যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ্‌ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন) বিষয়ে এত সহজে অনুমতি দিতে ভয় হয়।আর কোনভাবেই করতে না পারলে আপনি চাইলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি।সারকথা, যে কোন ভাবে কারেন্ট একাউন্ট খোলার চেষ্টা করুন।

Loading