প্রশ্ন : নবজাতক শিশু জন্মের পর তাকে গোসল দেয়ার হুকুম কি?

উত্তর :

প্রয়োজন হলে গোসল দেওয়া যেতে পারে। তবে জন্মের পরেই গোসল দেওয়া সুন্নাত নয়। এক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমল করা চাই। তাছাড়া চিকিৎসা শাস্ত্র অনুযায়ী নবজাতকের শরীরের সাদা আবরণ তার ত্বক ও শরীরের জন্য খুবই উপকারি। সেমতে গোসল কিছুটা দেরীতে দেওয়াই ভাল মনে হয়। আর এর সাথে শরীআতেরও কোন সংঘর্ষ নেই।

Loading