প্রশ্ন : আমি কেক বিক্রি করি। অনেকে কেকের উপর জন্মদিন সহ অনেক উইশ লিখে দিতে বলে। আমি লিখে দিলে কি গুনাহ হবে? নাকি তাদের একবার বুঝিয়ে বলবো না শুনলে লিখে দিবো। এতে কি গুনাহ হবে? কি করলে গুনাহ হবে না।
উত্তর :জন্মদিন পালন করা যেহেতু শরীয়তসম্মত নয়, তাই কেকের উপর জন্মদিনের উইশ লেখাও বৈধ হবে না। আপনি কাস্টমারদের বুঝিয়ে বলবেন এবং নিজে সর্বাবস্থায় বিরত থাকবেন। এছাড়া সাধারণভাবে কেক বিক্রি করা এবং তাতে কিছু লিখে দেয়াতে কোন অসুবিধা নেই।-সূরা মায়েদা, আয়াত নং ২; সহীহ মুসলিম, হাদীস নং ২৬৬৯; রদ্দুল মুহতার ৬/৩৫০; ফাতহুল কাদীর ১০/৭০; আহকামুল কুরআন, মুফতী শফী’ ৩/৭৯