প্রশ্ন : হুজুর বাড়িতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো কি জায়েয? হুজুর আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এর কি হুকুম? তাই জানতে চাচ্ছিলাম।
উত্তর :ডিজিটাল ফটোগ্রাফি বর্তমানে একটি মতবিরোধপূর্ণ মাসআলায় রূপ নিয়েছে। উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এখনো তা নাজায়েয মনে করেন। সেমতে সিসি ক্যামেরা ব্যবহারের সুযোগ নেই। অবশ্য যারা ডিজিটাল ফটোগ্রাফিকে নাজায়েয বলেন তাদের অনেকেই আবার লাইভ বা সরাসরি সম্প্রচারকে জায়েয বলেন, যদি তা সেভ বা সংরক্ষণ না করা থাকে। আর এটাও যেহেতু লাইভ বা সরাসরি সম্প্রচার তাই সেভ বা সংরক্ষণ না করা হলে তাদের মতে জায়েয হবে।
তবে বেশ কিছু নির্ভরযোগ্য উলামায়ে কেরাম ডিজিটাল ফটোগ্রাফিকে জায়েয মনে করেন। যার মধ্যে বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী সাহেব অন্যতম। কাজেই তাদের মতে সিসি ক্যামেরার ব্যবহার বৈধ।