প্রশ্ন : কোন ব্যাক্তি তার মাকে যিনা করতে দেখেছে, এখন সে কি করবে? মার সাথে সম্পর্ক রাখবে না রাখবে না? কি করা উচিৎ?
উত্তর :সম্পর্ক তো অবশ্যই রাখতে হবে। নিঃসন্দেহে ঐ সন্তানেরও জান্নাত তার মায়ের পায়ের নিচেই। অর্থাৎ তার মাতার সন্তুষ্টিতেই তার জান্নাত। এজন্যও তার মায়ের সাথে খারাপ আচরন করা বৈধ হবে না। তার করনীয় হল সে তার মাকে নরম ভাষায় বুঝাবে। এই গোনাহের ভয়াবহতা সম্পর্কে কুরআন হাদীসের দৃষ্টিকোণ থেকে জানাবে যাতে সে খালেছভাবে তাওবা করে ফিরে আসে।–সূরা নিসা, আয়াত নং ৩৬; সহীহুল বুখারী, হাদীস নং ৩০০৪