প্রশ্ন : জিনাকারী/সমকামী গুনাহকারী ব্যাক্তি যদি তওবা না করে পবিত্র নারীকে বিবাহ করে তার বিবাহ কি বৈধ হবে? এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন। এখন Islamqa.info নামের ওয়েবসাইট এ দেখলাম কেউ যদি তওবা না করে বিবাহ করে তার সে বিয়ে বৈধ হবে না। এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই বিষয় টা কি সঠিক? অনেক মানুষ এই সব গুনায় জড়িত এবং দ্বীনের বুঝ না থাকার কারণে তওবা না করে পবিত্র নারীকে বিয়ে করতেছে? এখন তাদের বিয়ে কি বৈধ হচ্ছে না? দয়া করে এই ব্যাপারে বিষয়টি যদি পরিষ্কার করে দিতেন?

উত্তর :

উক্ত সাইটে দেওয়া উত্তর সঠিক নয়। আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=3088

Loading