প্রশ্ন : যদি আগে দুই তালাক দিয়ে সাথে সাথে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে স্ত্রীকে গ্রহন করে এবং স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে থাকে। এরপর থেকে কথা কাটাকাটি হলে বা ঝগড়া হলে স্বামী যদি বলে আর সংসারি করব না অথবা স্বামি যদি বলে এই কাজ করবে না বা এই জিনিসটা নষ্ট করবে না তাহলে সংসার নষ্ট হবে সংসার আর টিকবে না এবং স্ত্রী ও যদি রাগে ঐ জিনিস নষ্ট করে তাহলে কি তিন তালাক পতিত হবে।
উত্তর :“সংসার টিকবে না” একথা কি স্বামী তালাকের নিয়তে বলেছিল? এটা জানানোর পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।