প্রশ্ন : ইমাম সাহেবের পিছনে জামাআতে নামাযরত অবস্থায় ১ম বৈঠকে ভুলবশত দূরূদ শরীফ অর্ধেক বা পুরাটা পড়ে ফেললে, করণীয় কি?

উত্তর :

নামায হয়ে যাবে। এক্ষেত্রে মুক্তাদীর জন্য কোন করনীয় নেই অর্থাৎ সিজদায়ে সাহূ দিতে হবে না অথবা পুনরায় নামায পড়তে হবে না।–রদ্দুল মুহতার ২/৮২; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/২৮৪, ২৮৫

Loading