প্রশ্ন : আসসালামু আলাইকুম, হাদীসে আছে যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। ১। মানুষের শুকরিয়া আদায় করলে কি শিরক হবে? ২। মানুষের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, তা হবে কেন? যেখানে হাদীস শরীফে বান্দার শুকরিয়া আদায় করতে বলা হয়েছে সেখানে তা শিরক কি করে হয়? বরং এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।

২। বিভিন্নভাবে হতে পারে। যেমন কেউ আপনার উপকার করলে আপনিও তাকে উপকার করলেন বা অন্তত জাযাকাল্লাহ অথবা শুকরিয়া বললেন। মোটকথা তাকে কোনভাবে বুঝিয়ে দেওয়া আল্লাহ তাআলার কোন নিয়ামত তার মাধ্যমে আপনার নিকট আসায় আপনি তার প্রতি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। চাই তা যেভাবেই হোক না কেন।

Loading