প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর আমার জানার বিষয় হলো নিম্নে কে কে মাহরাম? মামি, খালা, ফুপু, চাচি, আমার দাদা ২ট বিয়ে করেছিল তার দ্বিতীয় স্ত্রী (আমার সৎ দাদী), তার ঘরের সৎ ফুপু তাদের সাথে কি কথা বলা ও দেখা করা যাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নে উল্লেখিতদের মধ্য থেকে খালা, ফুফু, দাদীর স্ত্রী ও সৎ ফুফু আপনার মাহরাম। এদের সাথে দেখা সাক্ষাত ও কথাবার্তা জায়েয। আর চাচি, মামি আপনার মাহরাম নন। তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েয নয়। তবে ফেতনার আশংকা না থাকলে প্রয়োজনে তাদের সাথে পর্দার আড়াল থেকে প্রয়োজন অনুপাতে কথা বলা যেতে পারে।–সূরা নিসা, আয়াত ৩০; আদ্দুররুল মুখতার ৩/২৮-৩০