প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি একজন কবুতর পালক। আমি কবুতরের ফার্ম দেয়ার জন্য বড় করে ঘর করেছি। যেখানে একত্রে ১০০ জোড়া কবুতর থাকতে পারবে। বর্তমানে আমার কবুতর ফার্মে প্রায় ৪০ জোড়া কবুতর আছে। আমার ইচ্ছা যখন ১০০ জোড়া পূর্ন হবে অথবা অনেক কবুতর হবে তখন যা বেশি হবে সেগুলোর বিক্রয় করবো। আমার এই ফার্মের উপরে যাকাত আসবে কি? আসলে তা কিভাবে আসবে? যে জোড়া গুলো মা-বাবা হিসেবে রাখবো সেগুলোর উপরেও কি যাকাত আসবে? কোন ব্যাক্তির গাড়ি থাকলে সে যদি সেটা দিয়ে উপার্জন করে তবে গাড়ির উপর যাকাত না এসে তার উপার্জনের উপরে আসে। এক্ষেত্রেও কি এটা কার্যকর হবে কিনা? একটু বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, যাকাত আসবে না।- মাজমাউল আনহুর ১/৩০৬; তাবইয়ীনুল হাকায়েক ২/৭৭