প্রশ্ন : আসসালামু আলাইকুম সারা জীবন নামাযই পড়ে নাই কিন্তু বৃদ্ধ হওয়ার পর দাওয়াতের পর তওবা করে নামায ধরলো, কিন্তু কোন কিছুই মুখস্ত করতে পারছে না। মুখস্ত করলেও পরে ভুলে যায়। সে কি তাহলে আর নামায পড়বে না? পড়লেও কিভাবে পড়বে? কোন সুরাই মুখস্ত/শুদ্ধ ভাবে পড়তে পারে না। যদি নামাযে শুধু সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ অথবা লা-ইলাহা ইল্লাহ যিকির করে তাতে কি নামায হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, সঙ্গত কারণে আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
হ্যাঁ, নামায তো অবশ্যই পড়বে। সে নামাযে কিরাআতের স্থানে কমপক্ষে তিন তাসবীহ পরিমান সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ্‌ পড়তে থাকবে। এর পাশাপাশি ফরজ পরিমাণ অর্থাৎ সূরা ফাতেহা সহ কমপক্ষে পাঁচটি ছোট ছোট সূরা মুখস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আর অতীতের গাফলতী ও ভুলের জন্য আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করতে থাকবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৬৯; আহসানুল ফাতাওয়া ৩/৭৯

Loading