নামাযের বাইরে ফরজ ৭টি
১। শরীর পাক হওয়া। (সূরা মায়েদাহ ,আয়াত ৬; সহীহ মুসলিম, হাদীস নং ৫৫৭)
২। কাপড় পাক হওয়া। (সূরা মুদ্দাছছির, আয়াত ৪; সহীহুল বুখারী, হাদীস নং ২৩০)
৩। নামাযের জায়গা পাক হওয়া। (সূরা বাক্বারাহ, আয়াত ১২৫; সহীহুল বুখারী, হাদীস নং ২১৯)
৪। সতর ঢাকা। (পুরুষদের জন্য নাভী থেকে হাটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের জন্য চেহারা, উভয় হাত কজ্বি পর্যন্ত এবং পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা)। (মুসনাদে আহমাদ, হাদীস নং ৬৭৫৬; সুনানে বাইহাক্বী, হাদীস নং ৩৩২৬-৩৩৩৮)
৫। ক্বিবলামুখী হওয়া। (সূরা বাকারাহ, আয়াত ১৪৪; সহীহুল বুখারী, হাদীস নং ৩৯৮)
৬। ওয়াক্তমত নামায পড়া। (সূরা নিসা, আয়াত ১০৩; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৯৩)
৭। নিয়ত করা। অর্থাৎ মনের মধ্যে নির্দিষ্ট নামাযের ধ্যান ও খেয়াল সৃষ্টি করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ৫০৩৬)