প্রশ্ন : আসসালামু আলাইকুম ১. আমি আরবী ভাল পারি না। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার দুআটা বাংলায় লিখলে উপকার হত। ২. দুআ কুনূত টি যদি একটু বাংলায় লিখে দেন উপকার হত।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। বাংলা উচ্চারন লিখলে সঠিকভাবে হরফ উচ্চারিত হয় না। অক্ষর পরিবর্তন হওয়ায় অর্থ পরিবর্তন হয়ে যায়। আর কুরআন শরীফ তো বাংলায় লিখা পড়া নাজায়েয।
তাই আপনি আপনার নিকটস্থ কোন হাফেয, কারী বা আলেমের থেকে শিখে নিবেন। আর এটাই নিয়ম।