প্রশ্ন : আল্লাহর উদ্দেশ্যে কোন কিছুর জন্য মান্নত করে থাকলে পরে যদি ভুলে যাই কি নিয়ে মান্নত করেছিলাম বা কিসের মানত করেছিলাম…just মনে আছে যে কোন কিছু মানত করেছিলাম…. তখন এর জন্য আমকে কি করতে হবে? আল্লাহ্ কি করলে আমার উপর নারাজ হবেন না? ধন্যবাদ
উত্তর :প্রবল ধারনার ভিত্তিতে মনে করার চেষ্টা করবেন। যদি মনে হয় তবে তো ভালো। আর মনে না হলে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে নিবেন।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৩