প্রশ্ন : আসসালামু আলাইকুম অরহমাতুল্ল। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার জানার বিষয় হচ্ছে কোনো মাদ্রাসা বা এতিমখানার কর্তৃপক্ষ যদি জানা সত্তেও কোনো হারাম উপার্জন কারি ব্যাক্তির দান, ছদক, যাকাত গ্রহন করে তাহলে তা বৈধ হবে কিনা মাদ্রাসা বা এতিমখানার জন্য।আমার জানার বিষয় হচ্ছে কোনো মাদ্রাসা বা এতিমখানার কর্তৃপক্ষ যদি জানা সত্তেও কোনো হারাম উপার্জন কারি ব্যাক্তির দান, ছদক, যাকাত গ্রহন করে তাহলে তা বৈদ হবে কিনা মাদ্রাসা বা এতিম খানার জন্য।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হারাম মাল ব্যয়ের খাত হল গরীব মিসকীন। চাই সে মাদরাসার হোক বা অন্য কোথার। কাজেই কোন মাদরাসা কর্তৃপক্ষ যদি তা গ্রহন করে তবে বালেগ গরীব ছাত্র অথবা গরীবের নাবালেগ সন্তানের পিছনে ব্যয় করতে পারবে।–রদ্দুল মুহতার ৬/৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৯; ফাতাওয়া মাহমূদিয়া ১৫/৬১১; কিফায়াতুল মুফতী ৮/৭৩, ৭৪

 

Loading