প্রশ্ন : কোন পুরুষ যদি কোন মেয়েকে রাস্তায় বিরক্ত করে তাহলে সেই মেয়ের করনীয় কি? ইসলাম এ কিভাবে এই অবস্থার মোকাবেলা করতে বলা হয়েছে?

উত্তর :

প্রথমত, একান্ত প্রয়োজন ব্যতীত বাইরে বের না হওয়া চাই।(দেখুন সূরা আহযাব, আয়াত ৩৩)

দ্বিতীয়ত, একান্ত প্রয়োজনে বাইরে বের হলে সাথে যথাসম্ভব কোন মাহরামকে রাখা চাই।

তৃতীয়ত, তাকে বিরক্ত না করার পন্থা এখতিয়ার করতে হবে। অর্থাৎ পর্দা পুশিদার সাথে চলতে হবে। কোন মেয়ে যদি শরীয়তসম্মত বোরকা পরিধান করে হিজাব দ্বারা মুখমণ্ডল সম্পূর্ণ ঢেকে বাইরে বের হয় তবে আমি প্রায় নিশ্চিত করেই বলতে পারি কেউ তাকে উত্যক্ত করবে না ইংশাআল্লাহ। আর এটাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পন্থা। যেমনটি আল্লাহ তাআলাও বলেছেন-

হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের উপর থেকে একটি বড় চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখে। এতে তাদেরকে সহজে চেনা যাবে। ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না।(সূরা আহযাব, আয়াত ৫৯)

Loading